Wednesday 3 June 2015

Android pattern lock solver


প্রথমে আমার সালাম নেবেন ।আশা করি ভালো আছেন ।
আজ আমি নিয়ে এলাম আপনাদের জন্য নতুন টিপস।আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

[start]

এন্ড্রয়েড প্যাটার্ন লক বা পাসওয়ার্ড মনে পরছেনা তাহলে দেখুন!!
===================



আমারা এখন প্রাই সবাই এন্ড্রয়েড চালাই কিন্তু সমস্যা হল মাঝে মাঝে লক ভুলে যাই বা কেউ শয়তানি করে দিয়ে দেয় আপনি ও কি প্যটার্ন লক ভূলে যাওয়ার কারণে ডিভাইসে এক্সেস করতে সমস্যা হচ্ছে? 

সমাধান: 
*প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার ডিভাইসে পর্যাপ্ত চার্জ মজুত আছে, যাতে প্রসেসটি চলাকালীন সেট বন্ধ হয়ে না যায়।
*ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার সময় Volume up & Down power button একসাথে প্রেস করে সেট অন করুণ। 

এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে রিকোভারী মুডে যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন কোম্পানীর সেটে আরো কিছু কম্বিনেশন কাজ
করতে পারে সেগুলো হলো:

১। Volume Down Volume Up Power button.
২। Volume Down Power button.
৩। Volume Up Power button.
৪। Volume Up Home Power button.
৫। Volume Up Camera button.
৬। Home Camera button.
৭। Home Power button

আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন একটি কম্বিনেশন কাজ করবেই: 
এর মধ্যে ২ নাম্বার টা বেশি কাজের। কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড এ যাবেন
* “Wipe Data / Factory Reset” সিলেক্ট করুণ, এক্ষেত্রে ভলিউম আপ ডাউন কি দিয়ে সিলেকশনের কাজ করতে হবে।
*এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুণ। সিলেক্ট করার জন্যে ব্র্যান্ডভেদে পাওয়ার বাটন/হোম বাটন কাজ করতে পারে
*সবশেষে সেট রিবুট করুণ, এবং কিছুক্ষন অপেক্ষা করুণ।

সাবধানতাঃ আপনার সেটের সব ডাটা ডিলিট হয়ে যাবে।এক কথাই এটা হার্ড রেস্টোর ফ্যাক্টরি মোড ।তাই এটি করার আগে অবশ্যই সাবধান থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

আরও জানতে এখানে ক্লিক করুনঃ click here

0 comments:

Post a Comment